ধীরলয়ে এগিয়ে চলা এক সম্ভাবনাময় অভিনেতা সুদীপ বিশ্বাস দ্বীপ

আফজালুর ফেরদৌস রুমন

আন্তর্জাতিক অংগনে এইচবিওর ‘ইনভিজিবল স্টোরিজ’ থেকে গত ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত ‘মিশন এক্সট্রিম’ সুদীপ বিশ্বাস দীপ মিডিয়াতে তার নামের মতো করেই আলো ছড়িয়ে যাচ্ছেন। পরপর দুই বছর ভালোবাসা দিবসে তাকে দেখা গেছে ক্লোজআপ কাছে আসার গল্প অবলম্বনে তৈরি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলতে। এই সিময়ের অন্যতম সম্ভাবনাময় এই তরুন অভিনেতার জন্মদিন উপলক্ষে এই বিশেষ ফিচার।

আন্তর্জাতিক পর্যায়ে প্রথম কাজেই বাজিমাত করেছেন বাংলাদেশের এই তরুণ অভিনেতা। তার অভিনীত চ্যানেল এইচবিও-এর সিরিজ ‘ইনভিজিবল স্টোরিজ’ সিঙ্গাপুরভিত্তিক দ্য কনেটেন্ট এশিয়া অ্যাওয়ার্ডসে সেরা ড্রামার খেতাব ও পেয়েছে। এই সাফল্য বা প্রাপ্তি একদিনে আসেনি। একটু পেছনে ফিরে তাকালে দেখা যায় যে, ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি একনিষ্ঠভাবে যুক্ত ছিলেন প্রাচ্যনাটের সঙ্গে। ‘ট্র্যাজেডি পলাশবাড়ি’ নাটকে তিনি মূল চরিত্র পোশাকশিল্পের কর্মীর শ্বশুর, শাশুড়ি, প্রেমিকসহ মোট ১২টি চরিত্রে দীর্ঘদিন অভিনয় করেছেন। এরপর টেলিভিশনে ওয়াহিদ তারেক পরিচালিত ডকু–ফিকশন অপারেশন কিলোবাইট, শাফায়েত মনসুর পরিচালিত আমার নাম মানুষ, ক্যাফে ৯৯৯ এবং আমরা ফিরব কবে-এর মতো প্রশংসিত এবং আলোচিত ফিকশনে দেখা গেছে তাকে। রুবেল আনুশের নিউমার্কেট নাটকটি রোমান্টিক ঘরানার ফিকশনে তাকে আলাদা মাত্রা এনে দিয়েছে। তবে গত বছর অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘ফাগুন থেকে ফাগুনে’ নামক স্বল্পদৈর্ঘ্যটি সুদীপের ক্যারিয়ারের অন্যতম আলোচিত একটি কাজ। এরই ধারাবাহিকতায় এবার ভালোবাসা দিবসেও রাকা নোশিন নাওয়ারের ‘একটা তুমি লাগবে’ স্বল্পদৈর্ঘ্যটিও এবার ছিলো আলোচনায়।

সানী সানোয়ার এবং ফয়সাল আহমেদের ‘মিশন এক্সট্রিম’ সিনেমায় বিপথগামী এক তরুণের চরিত্রে দারুণ অভিনয় করেছেন দীপ। মধ্যবিত্ত পরিবারের এক যুবকের হঠাৎ করে জংগী সংস্থার সাথে জড়িয়ে পড়ার পরে তার নিজের মধ্যে চলতে থাকা মানবিক টানাপোড়েন চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন তিনি তার এক্সপ্রেশন, বডি ল্যাংগুয়েজ এবং অভিনয় দক্ষতা দিয়ে৷

নিজের দক্ষতা এবং পরিশ্রম দিয়ে ইন্ডাস্ট্রিতে যেকয়জন সম্ভাবনায় মুখ মোটামুটি নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পেয়েছেন তাদের মধ্যে সুদীপ বিশ্বাস দ্বীপ অন্যতম একটি নাম। সামনের দিনে আমাদের নির্মাতারা এই পরিশ্রমী এবং ভালো কিছু উপহার দেবার চেষ্টা করা এই তরুন অভিনেতাকে নিয়ে ভিন্ন ভিন্ন কনটেন্ট এ নতুন করে ভাববেন এটাই কামনা।

 

Ad