তিন মাসের বিরতির পরে নতুন রোমান্টিক গান নিয়ে ফিরছেন অজয় রায়

আফজালুর ফেরদৌস রুমন 

হঠাৎ করে গায়ক অজয় রায়ের নামটি শুনলে অনেকে হয়তো চিনবেন না, কিন্তু ভিকি জাহেদ পরিচালিত জনপ্রিয় নাটক ‘চিরকাল আজ’ এর তুমুল জনপ্রিয় গান ‘রিমঝিম বৃষ্টি ঝরে যায়’ শিরোনামের গানটির কথা বললেই যে সুমধুর কন্ঠটি মনে দোলা দিয়ে যায় সেটা অনুভব করতে কষ্ট বা সময় কোনটাই লাগেনা। রোমান্টিক ঘরানার এই গানটি যেমন প্রশংসা পেয়েছে তেমনি ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছে। এরপর পুনর্জন্ম ফিকশনের ‘দ্রোহে জ্বলেপুড়ে’ এবং ‘সময় হেরে গেছে’ শিরোনামের দুটি গানে কন্ঠ দিয়েছেন এই সময়ের আলোচিত গায়ক অজয় রায়। মাহমুদ হায়াত অর্পণের লেখা দুটো গানই যেনো অজয় রায়ের কন্ঠের মাধুর্য এবং জাদুকরী কারুকাজ মাথায় রেখেই তৈরী করা হয়েছিলো বলে মনে হয় কারন শ্রুতিমধুর দুটি গান এবং অজয় রায়ের গায়কী মিলেমিশে একাকার হয়ে গেছে অসাধারণভাবে। গত বছর ঈদে ‘লিলুয়া’ নামক ফিকশনের ‘পাহারা’ শিরোনামের একটি গানও অজয় রায়কে গায়ক হিসেবে এগিয়ে নিয়ে গেছে অনেকটা পথ। ওয়েবফিল্ম ‘শুক্লপক্ষ’তে ‘ঘুন’ শিরোনামের গানটির মাধ্যমেও আলোচনায় ছিলেন অজয় রায়। ‘শেষ দেখা’ নাটকের ‘শুনতে পারোনি’ গানটাও জনপ্রিয়তা এবং আলোচনায় আসে তার অসাধারণ গায়কীতে ভর করে।

মাঝে একটি মিউজিক ভিডিওতে নিজের গায়কীর পাশাপাশি মডেল হিসেবেও অজয় রায়ের প্রানবন্ত উপস্থিতি নজর কাড়ে আমাদের। এবার ঈদে অজয় রায় হাজির হচ্ছেন জাহিদ প্রীতমের পরিচালনায় ‘নীল-অপরাজিতা’ ফিকশনের
‘ভুলে যেওনা, কাছে ডেকোনা, দুজনে মিলে গড়ি নতুন এক মায়া…….’ এমন সুন্দর কথার একটি গান নিয়ে। ইতিমধ্যে এই ফিকশনের ট্রেলার রিলিজ দেয়া হয়েছে। মাহমুদ হায়াৎ অর্পণের কথা, সুর এবং মিউজিকে এই মেলোডিয়াস রোমান্টিক গানেও শিল্পী অজয় রায় যে আবারো বাজিমাৎ করতে যাচ্ছেন তা বলার অপেক্ষা রাখেনা। অনেক প্রস্তাব থাকা সত্ত্বেও তিন মাসের বিরতির পরে নিজের পছন্দমতো গানের মধ্য দিয়েই আবারো প্লেব্যাকে ফিরলেন এই মেধাবী এবং আস্থাশীল গায়ক….

উল্লেখ্য বরাবরই কোয়ালিটিতে বিশ্বাস করা অজয় রায় গান কম করলেও যে কয়টি প্লেব্যাক ইতিমধ্যে করেছেন প্রতিটিই জনপ্রিয়তা এবং প্রশংসা পেয়েছে৷ অজয়ের চর্চাটা ক্ল্যাসিক্যাল হলেও রোমান্টিক গানেই জনপ্রিয়তা পেয়েছেন তিনি বেশি। সামনের দিনেও সব ধরনের মানসম্মত গানে নিজের কন্ঠের জাদু ছড়াবেন তিনি সেটাই প্রত্যাশা।

নতুনের কেতন উড়িয়ে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক তরুণ-তরুণীর আগমন ঘটে প্রতিনিয়ত। তবে নিজের লক্ষ্যের প্রতি অবিচল থেকে শুধুমাত্র স্রোতে গা না ভাসিয়ে যারা চর্চা এবং অনুশীলন চালিয়ে যাবার অদম্য মনোবলে আস্তে আস্তে এগিয়ে যায় দিনশেষে তারাই টিকে থাকে বা বলা উচিত টিকে যায়। অজয় রায় গত বছরের মতো সামনের দিনেও তার অসাধারণ গায়কীর মাধ্যমে শ্রুতিমধুর গান উপহার দিয়ে আমাদের মন্ত্রমুগ্ধ করে রাখবে এই কামনা রইলো।

Ad