শিশুতোষ চলচ্চিত্র ‘আম- কাঁঠালের ছুটি’ আমাদের নস্টালজিয়ায় ফেরাবে কি!!!
আফজালুর ফেরদৌস রুমন
একটা সময় গ্রীষ্মের ছুটি মানেই আমাদের জন্য ছিলো আম-কাঁঠালের ছুটি। শহরের ব্যস্ত জীবন থেকে ছুটি নিয়ে কখনো নানাবাড়ি আবার কখনো দাদাবাড়িতে যাওয়ার একটা চল ছিলো সেই সময়ে। গ্রীষ্মের গরমে ভাইবোনদের নিয়ে ছুটি কাটানোর মাঝে আম-কাঁঠাল খাওয়ার ধুম পড়তো বাড়ি বাড়িতে। সেই আবহের কথাই মনে করিয়ে দিলো নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান তার মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আম কাঁঠালের ছুটি’ এর মধ্য দিয়ে…
আগামী ১৮ আগস্ট দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শিশুতোষ সিনেমা আম কাঁঠালের ছুটি। শরীফ উদ্দিন সবুজের ছোটগল্প অবলম্বনে নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান সত্তর,আশি এবং নব্বই দশকে শৈশব- কৈশোর পার করা প্রজন্মের মানুষকে নস্টালজিয়ায় ফেরত পাঠানোর প্রয়াস হিসেবে এই সিনেমাটি নির্মান করেছেন বলে জানিয়েছেন বিভিন্ন সাক্ষাৎকারে।
শিশুতোষ সিনেমা হলে ‘আম কাঁঠালের ছুটি’ সব বয়সের দর্শকদের জন্যই যে একটি ইমোশনাল জার্নি হতে যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে এখনই। আমাদের দেশে শিশুতোষ চলচ্চিত্র প্রতিবছরই কমবেশি নির্মান হলেও এখনো কালজয়ী কাজ হিসেবে জায়গা ধরে রেখেছে বাদল রহমানের এমিলের গোয়েন্দা বাহিনী, আজিজুর রহমানের ছুটির ঘণ্টা, সুভাষ দত্ত পরিচালিত ‘ডুমুরের ফুল’, শহিদুল আমিনের ‘রামের সুমতি’ মোরশেদুল ইসলামের ‘দীপু নাম্বার টু’ এবং ‘আমার বন্ধু রাশেদ’ এর মতো হাতেগোনা কয়েকটি চলচ্চিত্র। সেই লিস্টে ‘আম কাঁঠালের ছুটি’ জায়গা করে নিবে কিনা তা সময়ই বলে দিবে তবে সাবজেক্ট বা গল্প সম্পর্কে যতোটুকু জানা গেছে এই সিনেমা দর্শকদের মনে আলোড়ন তুলতে সক্ষম বলেই মনে হচ্ছে।
মুক্তির আগেই ‘আম কাঁঠালের ছুটি’ আর্জেন্টিনার ইউবিএ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে প্রতিযোগিতায় স্থান করে নিয়েছে। পাশাপাশি
স্পেনের বার্সেলোনা ইন্ডি ফিল্মমেকার্স ফেস্ট-২০২৩ থেকেও অফিসিয়াল সিলেকশন পেয়েছে আম-কাঁঠালের ছুটি। রাশিয়ার চেবাক্সারিতে অনুষ্ঠিত চেবাক্সারি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড অর্জন করেছে সিনেমাটি।
উল্লেখ্য প্রযোজনা ও পরিচালনার পাশাপাশি ‘আম কাঁঠালের ছুটি’ চিত্রনাট্য ও সংলাপ রচনা, চিত্রগ্রহণ, সম্পাদনা এবং সাউন্ড ডিজাইন করেছেন মোহাম্মদ নূরুজ্জামান নিজেই। আরেকটি বিষয় সম্পর্কে না বললেই নয় যে, এই সিনেমার প্রধান সহকারী পরিচালক ছিলেন প্রশংসিত এবং আলোচিত সিনেমা ‘আদিম’ খ্যাত নির্মাতা যুবরাজ শামীম। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জুবায়ের, লিয়ন, আরিফ, হালিমা, তানজিল, ফাতেমা এবং কামরুজ্জামান কামরুল সহ আরো অনেকে। আগামী ১৮ই আগস্ট বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘আম কাঁঠালের ছুটি। শুভকামনা রইলো পুরো টিমের জন্য…..