মোস্তফা সরয়ার ফারুকী – নির্মাতা যখন অভিনেতা…..

আফজালুর ফেরদৌস রুমন

অভিনেতা হিসেবে প্রথমবার স্ক্রিনে হাজির হচ্ছেন দেশের অন্যতম আলোচিত এবং প্রশংসিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। গত পঁচিশ বছর ধরেই নির্মাতা, প্রযোজক হিসেবে আমাদের বিনোদন ইন্ডাস্ট্রিতে কাজ করা এই মেধাবী ব্যক্তিকে অভিনয় করতে দেখা যাবে চরকি’র মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টের ওয়েবফিল্ম ‘অটোবায়োগ্রাফি’তে।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আপকামিং ওয়েবফিল্ম সম্পর্কে দর্শক এবং ভক্তদের সাথে অভিনেতা হিসেবে তার আগমনের ব্যাপারটা নিজেই জানিয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী। উল্লেখ্য নিজের স্ত্রী দেশের আরেক শক্তিশালী এবং নন্দিত অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা’র সাথেই স্ক্রিনে আসছেন ফারুকী। নিজের স্টাটাসে ফারুকী লিখেছেন-

‘গত পঁচিশ বছর ধরে কাজ করছি। নানা রকম গল্প বলার চেষ্টা করেছি। সেগুলোর একেকটা একেক রকম ভাবে মানুষকে স্পর্শ করেছে। কোনোটা বেশী, কোনোটা হয়তো কম। অভিনয় কেমন হওয়া উচিত, কোন গল্প বলা জরুরী – এইসব নিয়ে সারাক্ষণই নিরীক্ষা করার চেষ্টা করেছি। কিন্তু যে কাজটা কখনোই করার চেষ্টা করিনি, সেটা হলো অভিনয়। “অটোবায়োগ্রাফি” ছবিটা লেখার সময় থেকেই আমি এবং তিশা দুইজনই জানি এখানে আমাদের দুইজনকেই অভিনয় করতে হবে। প্রথম দিকে এটা নিয়ে আমার মধ্যে ইতস্তত ভাব ছিলো। কারণ অভিনয় একটা ভালনারেবল কাজ। আর এই গল্পে অভিনয়তো আরো ভালনারেবল ব্যাপার। রেদওয়ান রনি গল্প শোনার পর বললো, বস, এই ক্যারেক্টার আপনাকেই করতে হবে। তারপরও আমার সংশয় না কাটলে তিশা আমাকে হেল্প করে সিদ্ধান্ত নিতে। ও বলে, “এই গল্প তুমি জীবনে একবারই করতে পারবে। করে ফেলো, প্লিজ!” তার পর তো বাকীটা ইতিহাস…..

তৈরি হয়ে গেলো “সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি” ওরফে “অটোবায়োগ্রাফি”! মিনিস্ট্রি অব লাভের জন্য বানানো আমার দ্বিতীয় ছবি। অপেক্ষায় আছি কত দ্রুত দর্শক ছবি দুইটা দেখতে পায়!’

নির্মাতা হিসেবে অসংখ্যবার নিজের মেধার জানান দেয়া এই গুনী মানুষটি ক্যামেরার সামনে কতোটা সাবলীল ভাবে নিজের ডেবিউ ঘটাতে যাচ্ছেন সেটাই দেখার বিষয়। তবে স্ক্রিপ্টের ডিমান্ডের কারনে বাস্তবের স্বামী-স্ত্রী ফারুকী এবং তিশা তাদের অনবদ্য কেমেস্ট্রি স্ক্রিনে কিভাবে আর কতোটা সফল ভাবে তুলে ধরেছেন সেটা দেখার আগ্রহ বাড়িয়ে দিলো কয়েকগুন। শুভ কামনা রইলো ‘অটোবায়োগ্রাফি’ নামের ওয়েবফিল্মের সাথে সংশ্লিষ্ট সকলের জন্য…

 

 

Ad