প্যারিসে ‘শ্যামা কাব্য’র জয়জয়কার

আফজালুর ফেরদৌস রুমন 

২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদানে নির্মাতা বদরুল আনাম সৌদ নির্মাণ করেছেন ‘শ্যামা কাব্য’। নভেম্বর মাসে সিনেমাটি রিলিজ দেবার কথা থাকলেও গত ৫ই অক্টোবর প্যারিসে শুরু হওয়া গঁজ সুর্ সেইন ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়েছে এই সিনেমার। মূলত দক্ষিণ এশিয়ার চলচ্চিত্র নিয়ে এই আয়োজন। সেই আয়োজনে চারটি পুরস্কার জয় করে রীতিমতো চমকে দিয়েছে ‘শ্যামা কাব্য’।

ভিন্নধর্মী গল্পে সোহেল মন্ডল, নীলাঞ্জনা নীলা, ইন্তেখাব দিনার, নওরিন হাসান খান জেনী, একে আজাদ সেতু অভিনীত এই সিনেমার জন্য বিশেষ জুরি পুরস্কার পেয়েছেন নির্মাতা বদরুল আনাম সৌদ। শ্রেষ্ঠ সম্পাদনা এবং সেরা মৌলিক চিত্রনাট্যর পুরস্কার ও জিতে নিয়েছেন বদরুল আনাম সৌদ। এর সাথে সেরা সিনেমার পুরস্কার পেয়েছেন ইশতিয়াক হোসেন এই ‘শ্যামা কাব্য’ সিনেমার জন্য। অভিনন্দন এবং শুভ কামনা রইলো ‘শ্যামা কাব্য’ সিনেমার পুরো টিমের জন্য।

Ad