খিজির হায়াত খানের ‘ওরা ৭ জন’ রিলিজ পেলো ‘অ্যামাজন প্রাইমে’

আফজালুর ফেরদৌস রুমন 

গত বছর রিলিজ পাওয়া ‘ওরা ৭ জন’ আমাদের দেশের মহান মুক্তিযুদ্ধের সময়কার সত্যিকার এক রণাঙ্গনের সাহসিকতার গল্প নিয়ে নির্মিত হয়েছে। মুক্তিযুদ্ধের সময়ে বাস্তবিক একটি ব্যাটলফিল্ডের ধারণা সমৃদ্ধ সিনেমা নির্মানে ৫০ বছর লাগলেও খিজির হায়াত খান এবং তার টিমের প্রতি সাধুবাদ জানাতেই হয় এই উদ্যোগটা নেয়া এবং সেটা সিনেমা হল পর্যন্ত সফল ভাবে নিয়ে আসার জন্য।

মুক্তিযুদ্ধের ৫ নম্বর সেক্টরের একটি গল্প সেলুলয়েডে নান্দনিক ভাবেই তুলে ধরা হয়েছে এই সিনেমায়। রিলিজের পরে দর্শকদের প্রশংসা এবং আলোচনায় এসেছিলো নান্দনিক এই সিনেমাটি। এবার মুক্তির প্রায় এক বছরের মাথায় নতুন একটি খবর দিলেন নির্মাতা খিজির হায়াত খান। তিনি জানিয়েছেন সিনেমাটি রিলিজ পেয়েছে বিশ্বের অন্যতম ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম-এ। গত ১৪ ফেব্রুয়ারি থেকে সিনেমাটি সেখানে দেখা যাচ্ছে। তবে, আপাতত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দর্শকরা এটি দেখার সুযোগ পাচ্ছেন। নির্মাতা আরো জানান, ক্রমশ সিনেমাটি বিশ্বের বিভিন্ন দেশের দর্শকরাও দেখতে পারবেন। সেই প্রক্রিয়া এখন বেশ জোরেশোরেই চলছে।

  1. উল্লেখ্য মুক্তিযুদ্ধভিত্তিক এই সিনেমাতে ৭টি প্রধান চরিত্রে দেখা মিলেছে ইন্তেখাব দিনার, ইমতিয়াজ বর্ষণ, জাকিয়া বারী মম, শাহরিয়ার ফেরদৌস সজীব, সাইফ খান, খালিদ মাহবুব তূর্য, নাফিস আহমেদ এবং নির্মাতা খিজির হায়াত খানকে।

শুভ কামনা রইলো পুরো টিম এবং সিনেমা সংশ্লিষ্ট সকলের জন্য…

Ad