আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরী’র আসনে আমাদের বাঁধন

আফজালুর ফেরদৌস রুমন 

‘রেহানা মরিয়ম নূর’ সিনেমা দিয়ে দেশীয় এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ব্যাপক খ্যাতি এবং প্রশংসা পান আজমেরী হক বাঁধন। গত বছর ব্রাসেলসে অনুষ্ঠিত ‘আই এম টুমোরো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে’ জুরি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এই অভিনেত্রী। গতবছর বলিউডেও অভিষেক ঘটে তার। বিশাল ভরদ্বাজের সিনেমা ‘খুফিয়া’তে অভিনয় করেও নজর কাড়েন বাঁধন। এর বাইরে আমাদের দেশে ‘গুটি’ নামক ওয়েব সিরিজে দুর্দান্ত অভিনয় করে প্রশংসা এবং আলোচনায় ছিলেন তিনি।

ক্যারিয়ারের সেরা সময় পার করা এই অভিনেত্রী এবার ভারতের কর্ণাটক চলচ্চিত্র একাডেমি আয়োজিত ১৫তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল জুরি সদস্য হিসেবে জায়গা করে নিয়েছেন। এই চলচ্চিত্র উৎসবটি কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে শুরু হবে ২৯ ফেব্রুয়ারি এবং চলবে ৭ মার্চ পর্যন্ত। এই চলচ্চিত্র উৎসবের ১৫টি বিভাগে দেখানো হবে ৫০টিরও বেশি দেশের দুই শতাধিক চলচ্চিত্র।

স্বাভাবিকভাবেই অভিনেত্রী হিসেবে বাঁধনের জন্য তো বটেই এমনকি আমাদের দেশের জন্যও এই অর্জন গর্বের এবং আনন্দের। শুভকামনা রইলো আজমেরী হক বাঁধনের সুন্দর আগামীর জন্য….

Ad