মানব সেবায় জাকির হোসেন জুয়েল

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯)-এর কারণে বিপর্যস্ত পুরো বিশ্ব। বাংলাদেশে দিন দিন এর প্রকোপ বেড়েই চলেছে। করোনার কারনে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বিপাকে পড়া সেই সব মানুষের পাশে দাঁড়ালেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ জাকির হোসেন জুয়েল। তিনি নিজ মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার তালেবপুর ইউনিয়নের ৫০০ জন অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপলক্ষে বৃহস্পতিবার নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্য দিয়ে সহায়তা করেন। আলাপকালে জানা গেছে, এ খাদ্র্য দ্রব্য দিয়ে বেশ ভালো ভাবেই ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবেন তারা।

এ প্রসঙ্গে জাকির হোসেন জুয়েল বলেন, করোনার প্রকোপে কেউ ভালো নেই। লক ডাউনের কারনে কাজ বন্ধ রয়েছে। যার কারনে অসুবিধায় পড়েছেন নিম্ন আয়ের মানুষগুলো। তাই দেশের দুর্দিনে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম। এ সহায়তা ত্রাণ নয় আমার পক্ষ থেকে ঈদ উপহার, ভালোবাসা। সামনেই ঈদ অনেকেই ঘর থেকে বের হতে পারছেন না। তাদের ঈদ উপহার দিলাম। যার যার সামর্থ্য অনুযায়ী আপনারাও আপনাদের অসচ্ছল প্রতিবেশীর পাশে দাঁড়ান। ঘরে থাকুন নিরাপদে থাকুন। নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন।

Ad