দীপ্ত টিভিতে সাজ্জাদ-ঈশানার ‘প্রবঞ্চনা’
ঈদ উল ফিতর উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘প্রবঞ্চনা’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী ইরফান সাজ্জাদ, ঈশানা, প্রিমা ও সাইফ চন্দন। এই নাটকটি রচনা ও পরিচালনা করেছেন অনিক বিশ্বাস।
নাটকটি ঈদের পঞ্চম দিন রাত ১১টায় বেসরকারী টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভিতে প্রচারিত হবে বলেন জানান নির্মাতা। এটি প্রযোজনা করেছে ‘সিনে পোকা’। নাটকটিতে আরও অভিনয় করেছেন ইভানা, বাবুল বিশ্বাস সহ অনেকে। ডিজিটাল মার্কেটিং পার্টনার এসকে মিডিয়া।
নাটকটির গল্পে দেখা যাবে- ‘নীল ফটোগ্রাফি করতে দারুণ পছন্দ করেন। এজন্য সে তার বন্ধুদের নিয়ে ঢাকা থেকে কক্সবাজার গিয়ে নানা জায়গায় ঘুরে ঘুরে ছবি তোলেন। ঘটনাক্রমে সমুদ্র সৈকতে পদ্ম নামের এক মেয়ের সঙ্গে নীলের দেখা হয়। পদ্ম ব্লাকমেইল করে নীলকে দিয়ে তার ছবি তোলায় এবং একটা সময় তার মধ্যে ভালোলাগা তৈরি হয়। পদ্ম নিজের ভালোবাসার কথা নীলকে বলতে চেয়েও পারেনা। পরে নীল জানতে পারে সে চলে গেছে এবং পদ্ম নাকি মানসিক ভারসাম্যহীন!’
এ প্রসঙ্গে অভিনেত্রী ঈষাণা বলেন, ‘বেশ ভালো লেগেছে গল্পটি। আশাকরি সবার ভালো লাগবে। তবে ঘরের মধ্যে বসে বসে এবার বেশ নাটক দেখছি। পরিবার পরিজনদের সাথে আড্ডা দিচ্ছি বেশ ভালো লাগছে। আশাকরি আপনারা সবাই ঘরে বসে আমার নাটকটি দেখবেন। সবাইকে ঈদ মোবারক।
নাটকটি প্রসঙ্গে ইরফান সাজ্জাদ বলেন, ‘এই ঈদে করোনা পরিস্থিতির জন্য তেমন বেশ কাজ করা সম্ভব হয়নি। এই নাটকটি করোনার আগেই শুটিং করা হয়েছিল। তবে আমার কাছে এই গল্পে একটা ভিন্নতা তৈরী হয়েছিল। তাই নিজের সবটুকু সত্ত্বা দিয়েই কাজটি করেছি।’
এ প্রসঙ্গে নির্মাতা অনিক বিশ্বাস বলেন, ‘প্রবঞ্চনা মূলত বাস্তবধর্মী একটি গল্প। দর্শক নাটকটিতে ভিন্নরকম একটি প্রেমের গল্প উপভোগ করবেন। বরাবরের মতো এবারও নিজের সর্বচ্চো দিয়ে চেষ্টা করেছি ভালো কিছু তৈরির। আশা করছি ঈদে দর্শক যে ধরণের নাটক উপভোগ করতে ভালোবাসেন প্রবঞ্চনা ঠিক তেমনই একটি কাজ হবে। সবাইকে নাটকটি দেখার আমন্ত্রণ রইলো।’