নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে দোলন দে

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দোলন দে। একাধিক ধারাবাহিক, খণ্ড নাটক ও ওয়েব সিরিজ নিয়ে সব সময়ই ব্যস্ত থাকতেন তিনি। কিন্তু করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ‘ঘরবন্দী’ ছিলেন। অবশেষে স্বাস্থ্যবিধি মেনে শুটিং শুরু করেছেন তিনি।

তারই ধারাবাহিকতায় নতুন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন দোলন দে। নাম ‘মেন্টাল পেনডেমিক’। এটি পরিচালনা করেছেন মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ। গল্প ও চিত্রনাট্য করেছেন মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ ও আনন্দ খালেদ।

এ প্রসঙ্গে অভিনেত্রী দোলন বলেন, ‘ভিন্নমাত্রার আলাদা একটি গল্প নিয়ে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি তৈরি হয়েছে। আমি ও আনন্দ খালেদ এখানে অভিনয় করেছি। ঈদের পর এটাই আমার প্রথম কাজ।’

তিনি আরও বলেন, ‘সমসাময়িক বিষয় নিয়েই এর গল্প এগিয়েছে। অবশ্যই আমরা পুরো শুটিং ইউনিট স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে এটির শুটিং করেছি। আশা করছি, এটি সবার ভালো লাগবে।’

জানা গেছে, শিগগিরই এটি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

Ad