শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ‘সুলতান ভাই’

বিনোদন প্রতিবেদক : ঢাকার ঐতিহ্যবাহী সরদার পরিবারে গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘সুলতান ভাই’। মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাসের রচনায় ধারাবাহিক নাটকটি নির্মাণ করেছেন নাসির উদ্দিন মাসুদ।

জানা গেছে, শনিবার, রবি ও সোমবার রাত ৮:৩০ মিনিটে একুশে টেলিভিশনে ধারাবাহিক নাটকটি প্রচার হবে।

এই ধারাবাহিক নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, নাদিয়া আহমেদ, আমিরুল হক চৌধুরী, ডা. এজাজ, লুৎফর রহমান জর্জ, মনিরা মিঠু, শিরিন আলম, জামিল হোসাইন, মিলন ভট্ট, নাফিজা নাফা, নাজিরা মৌ, পূর্ণিমা বৃষ্টি, ফারজানা রিক্তা, আনোয়ার, বাদল, অনুভব মাহবুব, মিথিলাসহ আরও অনেকে।

ধারাবাহিক প্রসঙ্গে আনিসুর রহমান মিলন বলেন, ‘অনন্য ধারাবাহিক থেকে নতুন এই ধারাবাহিকটি একটু ব্যতিক্রম। পুরান ঢাকা, সদরঘাটের বিভিন্ন জায়গায় নাটকটির শুটিং হয়েছে। আমি সুলতান চরিত্রে অভিনয় করেছি। পুরান ঢাকার ভাষায় কথা বলতে দেখা যাবে। সব মিলিয়ে ধারাবাহিকটি দেখে দর্শক আনন্দ পাবে।’

Ad