কাজী শুভর গানের মডেল করবী কথা
বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভর নতুন গানের মডেল হয়েছে মিসেস ইউনিভার্স বাংলাদেশের মিসেস ফটোজেনিক করবী কথা। এই গানটির শিরোনাম ‘পাখি’। এতে কথার বিপরীতে মডেল হয়েছে দেব দ্বীপ।
জানা গেছে, এই মধ্যে মিউজিক ভিডিওটির শুটিং শেষ হয়েছে। খুব শীঘ্রই মিউজিক ভিডিওটি ‘ডি মিউজিক স্টেশনের’ অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। এটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা ডি এম আর শান্ত খান।
এ প্রসঙ্গে করবী কথা এসকে মিডিয়াকে বলেন, ‘বর্তমানে আমি আমার অনলাইন বিজনেস ও বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের ফটোশুট নিয়ে ব্যস্ত সময় পার করছি। হঠাৎ করেই একটি মিউজিক ভিডিও’র অফার আসলো। অনেক মিষ্টি প্রেমের রোমান্টিক গান এটি।’
তিনি এসকে মিডিয়াকে আরও বলেন, ‘গানটির অডিও শুনেই আমি মডেল হতে রাজি হয়েছি। এখন মিউজিক ভিডিওটির মুক্তির অপেক্ষায়। আশা করছি, গানটি জনপ্রিয়তা পাবে।’