এবার ওয়েব সিরিজে মোশাররফ-মম

আফজালুর ফেরদৌস রুমন : ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম প্রথমবারের মতো একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন। কলকাতার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘আড্ডা টাইমস’ এর জন্য নির্মিত হচ্ছে চার পর্বের এই ওয়েব সিরিজ। কলকাতার জন্য নির্মিত হলেও দুই দেশের দর্শকই দেখতে পাবেন সিরিজটি।

‘ভালো বাসা’ শিরোনামের এই ওয়েব সিরিজে মোশাররফ করিমের বিপরীতে দেখা যাবে আমাদের দেশের জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মমকে। মুনতাহা বৃত্তার রচনায় সিরিজটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ।

আলোচিত এবং দক্ষ নির্মাতা আবু হায়াত মাহমুদ জানান, ‘প্রাথমিকভাবে বলতে গেলে চলচ্চিত্রের আদলেই দর্শকের সামনে ওয়েব সিরিজটির উপস্থাপন করার চেষ্টা করছি। নিজের দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিকভাবে নিজেদের গল্পগুলো বলার লক্ষ্যেই আমার এই উদ্যোগ।’

প্রথমবারের মতো ওয়েব সিরিজে কাজ করা প্রসঙ্গে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম বলেন, ‘প্রথমবার ওয়েব সিরিজে কাজ করছি, ভালো লাগছে। গল্পের জন্যই যুক্ত হয়েছি কাজটিতে। গল্পে তিনটি চরিত্র থাকবে, যেখানে মধ্যবয়সী ও বৃদ্ধের চরিত্রে আমি অভিনয় করছি। আশা করি, দর্শক নতুন কিছু দেখতে পাবেন।’

অন্যদিকে জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম জানান, ‘ভালো একটা গল্পে কাজ শুরু করতে পেরে অনেক আনন্দিত। এছাড়া মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করার আলাদা একটা আনন্দ তো রয়েছেই। ওয়েব সিরিজটিতে দুই সময়ের চরিত্রে দর্শক আমাকে দেখতে পাবেন।’

তিনি আরও বলেন, ‘পারিবারিক, সামাজিক ও মূল্যবোধের গল্পে নির্মিত এ কাজটি নিয়ে আমি অনেক আশাবাদী। আশা করছি, দর্শক ভালো কিছু পাবেন, ইনশাহআল্লাহ।’

গতকাল থেকে রাজধানীর উত্তরায় শুরু হয়েছে ওয়েব সিরিজটির দৃশ্য ধারণের কাজ। আজও উত্তরাতে শুটিং করছি। এ ছাড়া গাজীপুর ও মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে চলবে পরবর্তী দৃশ্য ধারণের কাজ।

মোশাররফ করিম ও জাকিয়া বারী মম ছাড়াও ওয়েব সিরিজটিতে দেখা যাবে এ কে আজাদ আদর, ওয়াসেক ইমাদসহ অনেককে। শ্যুটিং শেষে খুব দ্রুতই এই সিরিজটি ‘আড্ডা টাইমস’ এ মুক্তি দেয়া হবে।

Ad