‘আমি চাই থাকতে’ গানের টিজার নিয়ে নুসরাত ফারিয়া

আফজালুর ফেরদৌস রুমন : উপস্থাপিকা থেকে অভিনেত্রী দুই মাধ্যমেইই সাফল্যের দেখা পেয়েছেন নুসরাত ফারিয়া। এই সময়ে এসে দেশের অন্যতম আলোচিত ও গ্ল্যামারাস অভিনেত্রী তিনি। তবে এর বাইরে গায়িকা হিসেবেও একটি পরিচয় আছে তার। যদিও ২০১৮ সালে ফারিয়ার গাওয়া ‘পটাকা’ গানটি নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি।

তবে ফারিয়া তার গান নিয়ে স্বপ্ন দেখা ছাড়েননি। খুব শিগগিরই তিনি নিয়ে আসছেন তার একটু নতুন গান। তার ক্যারিয়ারের দ্বিতীয় গানের নাম ‘আমি চাই থাকতে’। বড় খবর হলো, গানটি নুসরাতের জন্য তৈরি করেছেন কানাডার জনপ্রিয় র‌্যাপার-কম্পোজার মাস্টার ডি।

গতকাল এই নতুন গানটির টিজার প্রকাশ করেছেন নুসরাত ফারিয়া। টিজারে গ্ল্যামার এবং আকর্ষনীয় সৌন্দর্য্য নিয়ে হাজির হয়েছেন তিনি। ফারিয়া জানান, গানটির রেকর্ডিং হয়ে শুটিংও শেষ করেছেন। অপেক্ষা শুধু মুক্তির। এটি প্রকাশ হচ্ছে অক্টোবরের প্রথমাংশে, ভারতের নামি প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস-এর ব্যানারে।

গানটির রেকর্ডিং ও ভিডিও শেষ করেছেন করোনাকালের ঠিক আগ মুহূর্তে, দেশের বাইরে। ভিডিওতেও থাকছে তার সরব উপস্থিতি, রয়েছে অনেক চমকও। দুর্গা পূজা উপলক্ষে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে মুক্তি পাবে গানটি। দর্শক এবং শ্রোতাদের কাছে এই গান এবং মিউজিক ভিডিও ভালো লাগবে বলেই আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, ২০১৫ সালে বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম চলচ্চিত্রে পা রাখেন নুসরাত ফারিয়া। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস-টু’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’ সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।

সর্বশেষ তাকে দেখা গেছে শাকিব খানের সাথে ‘শাহেনশাহ’ সিনেমায়। এছাড়া সামনে মুক্তি পাবে দীপংকর দীপনের পরিচালনায় ‘অপারেশন সুন্দরবন’ এবং ‘ঢাকা-২০৪০’। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে শেখ হাসিনার তরুনী সময়ের চরিত্রেও সিলেক্ট করা হয়েছে তাকে। সম্প্রতি অভিনেতা সিয়াম আহমেদের সাথে একটি মোবাইল কোম্পানির বিজ্ঞাপনেও দেখা গেছে তাকে।

অন্যদিকে ব্যক্তিজীবনে কিছুদিন আগেই আংটি বদল করেছেন তিনি তার দীর্ঘদিনের প্রেমিকের সাথে। খুব শিগগিরই বিয়ের পিড়িতেও বসবেন তারা। কয়েকদিন আগেই নুসরাত ফারিয়া তার হবু বরকে নিয়ে অবকাশ যাপনের জন্য দুবাই পাড়ি জমিয়েছেন। সেখান থেকেই তার নতুন এই গানের খবর দিলেন তিনি।

Ad