ভিন্নধর্মী বেশ কয়টি সিনেমা নিয়ে শিপন মিত্র

আফজালুর ফেরদৌস রুমন : এই সময়ে বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নানা রকম চড়াই-উতরাই পার করছে। হল কমে যাওয়া, মধ্যবিত্ত শ্রেনীর সিনেমা থেকে মুখ ফিরিয়ে নেয়া, এর মাঝে করোনা পরিস্থিতি উদয় সব মিলিয়ে একটি দুঃসময় পার করছে।

এখান থেকে উত্তরনের উপায় এবং দর্শকদের হলে ফিরিয়ে আনার উদ্যোগ হিসেবে এখন গল্প নির্ভর চলচ্চিত্র নির্মিত হচ্ছে বেশ কয়েকটি। এরই ধারাবাহিকতায় বরেন্দ্র ভূমি রাজশাহীর ঐতিহ্য আদিবাসী সাঁওতালদের জীবন ও সংস্কৃতি নিয়ে নির্মিত হচ্ছে ‘সুজুকি’ নামের একটি চলচ্চিত্র। এই সিনেমায় অভিনয় করছেন শিপন মিত্র।

এ সিনেমায় আদিবাসী পরিশ্রমী মানুষের প্রেম, ভালবাসা, সরলতা এবং বিশ্বাসের গল্প ফুটে উঠবে বলে জানা গেছে। গত ৭ই নভেম্বর রাজশাহীর সাঁওতাল পল্লীতে শুরু হয়েছে সিনেমার শ্যুটিং। নাট্যকার বরজান হোসেনের রচনায় সিনেমাটি পরিচালনা করছেন সোয়েব সাদিক সজীব।

‘সুজুকি’ চলচ্চিত্রে মূল চরিত্রে আছেন আলোচিত এবং সম্ভাবনাময় অভিনেতা শিপন মিত্র এবং নবাগতা সৈয়দা ফারজানা। ভিন্নধর্মী গল্প নিয়ে নির্মিতব্য এই সিনেমায় আরো অভিনয় করছেন দিলারা জামান, অভিনেতা শহীদুল আলম সাচ্চু, আরমান পারভেজ মুরাদ, কচি খন্দকার, কাজী রাজু সহ অনেকেই। এবং ব্যতিক্রমী একটি বিষয় হচ্ছে এই সিনেমায় গল্পের চাহিদা অনুযায়ী স্থানীয় আদিবাসী সাঁওতাল ও রাজশাহীর সংস্কৃতিমনা কিছু ব্যক্তিদেরকেও অভিনয় করতে দেখা যাবে।

দেশা-দ্যা লিডার খ্যাত অভিনেতা শিপন মিত্র জানান, ‘সাঁওতালদের সংস্কৃতি ও সুন্দর একটি গল্প সিনেমাটিতে তুলে ধরা হবে। চ্যালেঞ্জিং একটি চরিত্রে অভিনয় করেছি আমি। এ ধরনের চরিত্রে আগে কখনো কাজ করিনি আমি। আশি দশকের প্রেক্ষাপটের সময়ের একটি চরিত্রে দেখা যাবে আমাকে।’

তিনি আরও বলেন, ‘সুজুকি সিনেমার জন্য আমাকে এবং আমাদের অনেককেই সাঁওতালদের ভাষা শিখতে হয়েছে। সিনেমার গল্পে ভিন্ন বার্তা আছে যা আমাদের আগামী দিনের ঐতিহ্য ও সাংস্কৃতিকে সমৃদ্ধ করবে বলে মনে হয় আমার। আশাকরি অনেকদিন পর দর্শকেরা ভিন্ন ধরনের কিছু দেখতে পাবে।’

‘সুজুকি’ সিনেমা ছাড়াও ‘ভালোবাসার প্রজাপতি’ শিরোনামে একটি সিনেমায় ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পপির সাথে। রাজু আলীম-মাসুমা তানির পরিচালনায় এটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। এর গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন খালিদ মাহবুব তুর্য।

এই সিনেমায় তার অংশের সকল শ্যুটিং শেষ করেছেন তিনি। করোনার কারনে শ্যুটিং পিছিয়ে যাবার পরে ‘বসন্ত বিকেল’ সিনেমাটির কিছু অংশের কাজ যা বাকি ছিলো তা এই মাসেই শেষ হয়ে যাবে। রফিক শিকদার পরিচালিত এই সিনেমাটি নিয়েও বেশ আশাবাদী শিপন।

এছাড়া ‘সুজুকি’ সিনেমার কাজ শেষ হবার পরে আরেকটা সিনেমায় কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। বিস্তারিত বা অফিসিয়াল ঘোষনা কিছুদিন পরেই জানানো হবে বলে জানান শিপন। শুভ কামনা রইলো ঢাকাই চলচ্চিত্রের এই মেধাবী এবং সম্ভাবনাময় অভিনেতার জন্য।

Ad