ইউটিউবে শেখ সাদির নতুন ফিকশন ‘কালী আসলাম’

বিনোদন প্রতিবেদক : সম্প্রতি রঙিন সাম্পানের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে নতুন ফিকশন ‘কালী আসলাম’। এটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা শেখ সাদি। এতে অভিনয় করেছেন আশিক খান চৌধুরী, এস এম আশরাফুল আলম, হারুন অর রশীদ, সাকিব, শামসুল, হাসান সহ আরও অনেকে।

বেশ কিছু দিন আগেই ঢাকার বিভিন্ন লোকেশনে ফিকশনটির শুটিং করা হয়েছে। থ্রিলার ঘরনার ফিকশনটির গল্প লিখেছেন রায়হান কবির। স্ক্রিপ্ট করেছেন শেখ সাদি এবং রায়হান কবির যৌথভাবে। পরিচালনার পাশাপাশি নাটকটির চিত্রগ্রহণ এবং সম্পাদনার কাজ করেছেন শেখ সাদি। প্রযোজনা করেছেন আব্দুল হাদী।

অভিনেতা আশিক খান চৌধুরী জানান, ‘কালী আসলাম’ গল্পে আমি দুইটা ভিন্ন রোলে কাজ করেছি যা আমার জন্য ভিন্ন এক্সপেরিয়েন্স। সবমিলিয়ে কাজটা করে অনেক ভালো লেগেছে। আমি এই গল্পে কিছুটা সুপার হিরো টাইপের একটা রোল প্লে করার সুযোগ পেয়ে আনন্দিত।’

নির্মাতা শেখ সাদি জানান, ‘আমাদের সমাজে নারী হয়রনি অনেক হচ্ছে, সবাই হয়তো বিচার পায়না, কেউ কেউ তো সাহসের অভাবে বিচার চাইতেই পারে না আবার কেউ হয়তো লজ্জা লুকাতে না পেরে নিজেকে শেষ করে দেয়।’

তিনি আরও বলেন, ‘আর এই সব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের কাউকে না কাউকে এগিয়ে আসতে হয়। আর কালী আসলাম হলো সেই ব্যাক্তি যে সবসময় নারী হয়রানীর বিপক্ষে। সবার অনুপ্রেরণা পেলে হয়তো বাস্তবের কালী আসলাম আপনাদের সামনে আসবে, বাকীটা দেখার অপেক্ষায় আমরা।’

Ad