বাজারে টেকনোর নতুন স্মার্টফোন ‘ক্যামন ১৬ প্রিমিয়ার’

ফিচার ডেস্ক : সারাবিশ্বে দ্রুত এগিয়ে যাচ্ছে স্মার্টফোনের বাজার। প্রতিযোগিতার এই বাজারে টিকে থাকতে কোম্পানি গুলো প্রতিনিয়ত আপডেট স্মার্টফোন বাজারে আনছে।

সেই ধারাবাহিকতায় টেকনো নিয়ে এসেছে ফ্ল্যাগশিপ লেভেলের ৬৪ মেগাপিক্সেল (এমপি) আলট্রা কোয়াড রিয়ার ক্যামেরা ও প্রথম পাইওনিয়ারিং ৪৮ মেগাপিক্সেল (এমপি) ডুয়েল ফ্রন্ট ক্যামেরা ফোন ‘টেকনো ক্যামন ১৬ প্রিমিয়ার’।

‘নেক্সট লেভেল ক্যামেরা ইভোলিউশন’ থিম সামনে নিয়ে গত শুক্রবার (৪ ডিসেম্বর) টেকনোর প্রথম অনলাইন লঞ্চ অনুষ্ঠানে এ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

ক্যামন ১৬ প্রিমিয়ারে রয়েছে আকর্ষণীয় সব ফিচার। এর ইন্ডাস্ট্রি বেস্ট ৬৪ এমপি কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। যাতে একটি ৬৪ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ১০৫ ডিগ্রি আল্ট্রা ওয়াইড ক্যামেরা, ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং পেন্টা এলইডি ফ্ল্যাশসহ ২ মেগাপিক্সেল লো লাইট সেন্সর রয়েছে।

এর ডুয়েল ফ্রন্ট ক্যামেরা সেটআপে একটি ৪৮ মেগাপিক্সেল প্রধান সেন্সর এবং একটি ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি শ্যুটার আছে। ফোনটিতে আরও থাকছে ডুয়েল ফ্রন্ট ফ্ল্যাশ সুবিধা।

এছাড়া ব্যবহারকারীদের উন্নত ও বহুমাত্রিক শুটিংয়ের অভিজ্ঞতা দিতে টেকনো ক্যামন ১৬ প্রিমিয়ারে বিশ্বের এক্সক্লুসিভ ট্রেডমার্ক টাইভস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যাতে টেকনোর এআই ভিশন অপ্টিমাইজেশন সলিউশনও রয়েছে। সর্বোপরি, এ স্মার্টফোনটিতে থাকা সুপার পাওয়ারফুল ক্যামেরা ফাংশন মোবাইল শিল্পে হট ট্রেন্ডের নজির স্থাপন করবে বলে মনে করছে টেকনো।

সুপার হাইব্রিড ইমেজ স্ট্যাবিলাইজেশন (এইচআইএস) এবং ইআইএস+এআইএসের মতো অনন্য ভিডিও শ্যুটিং ফাংশন রয়েছে টেকনো ক্যামন ১৬ প্রিমিয়ারে যা দিয়ে উন্নত ফ্রেম রেট ভিডিও শ্যুট করা যাবে।

সেইসঙ্গে, টেকনো ক্যামন ১৬ প্রিমিয়ার দিয়ে ৯৬০ ফ্রেম সুপার স্লো মোশন শ্যুট এবং ৪-কে আনইমাজিনেবল হাই ডেফিনেশন সিনেমা লেবেলের ভিডিও ধারণ করা যাবে। যা ব্যবহারকারীর ভিডিও শুটিংয়ের আনন্দকে আরও বাড়িয়ে দেবে।

নতুন টেকনো ক্যামন ১৬ প্রিমিয়ার ফোনটিতে ৬.৯ ইঞ্চির এফএইচডি ডুয়েল ডট ইন ডিসপ্লে রয়েছে। যাতে ৯০ হার্জ রিফ্রেশ রেট, ২০:৫:৯ অ্যাসপেক্ট রেশিও এবং এইচডিআর১০+ সমর্থিত ফ্ল্যাশ রয়েছে। স্ক্রিনের বাম কোণের পিল আকৃতির হোল পাঞ্চ কাট-আউট ব্যবহারকারীকে সত্যিকারের লাক্সারি অনুভূতি দেবে।

ক্যামন ১৬ প্রিমিয়ারের আরেকটি মূল ফিচার হলো- এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রমের সমন্বয়ে হেলিও জি৯০টি অক্টাকোর গেমিং প্রসেসর। যার মাধ্যমে ফটোগ্রাফি, নেটওয়ার্কিং, গেমিং এবং প্রসেসিংয়ের সামগ্রিক পারফরম্যান্স ১১ ভাগ বাড়ানো হয়েছে।

ফোনটিতে থাকা ৪৫০০ এমএএইচ বিশাল ব্যাটারি ব্যবহারকারীর প্রতিদিনের চাহিদা সহজেই মেটাতে পারবে। সেইসঙ্গে এর ৩৩ ওয়াট নিরাপদ ফাস্ট চার্জিং ক্ষমতাসহ নতুন আপগ্রেডেড ব্যাটারিটি মাত্র ৩০ মিনিটের মধ্যে ফোনের ৭০ ভাগ ব্যাটারি চার্জ করতে পারে।

গ্লেসিয়ার সিলভার রঙে আসা টেকনো ক্যামন ১৬ প্রিমিয়ার স্মার্টফোনটি দেশজুড়ে থাকা টেকনো ব্র্যান্ড আউটলেট, অনুমোদিত শপ এবং ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ ডটকমে পাওয়া যাবে।

Ad