‘একটু সচেতনতাই পারে সবাইকে ঝুঁকিমুক্ত রাখতে’

প্রাণঘাতি করোনাভাইরাস নিয়ে সরকার ও প্রশাসনের পাশাপাশি দেশের শোবিজ অঙ্গনের তারকারাও নানানভাবে মানুষকে সচেতন করে যাচ্ছেন। এরই মধ্যে নাটক ও চলচ্চিত্রের সমস্ত কার্যক্রমও বন্ধ হয়েছে। হোম কোয়ারেন্টাইনে আছেন অসংখ্য মানুষ। করোনা সংক্রমণ এড়াতে সবাইকে ঘরে থাকার পরামর্শ দেয়া হচ্ছে।

সেইসঙ্গে বেশি বেশি হাত ধোয়ার কথাও বলা হচ্ছে। ইতোমধ্যে অনেক শোবিজ তারকারাই নিজেদের জায়গা থেকে সাধারণ জনগণকে সচেতন করছেন। আবার অনেকেই রাস্তায় নেমে পাশে দাঁড়িয়েছেন সাধারণ মানুষের পাশে।

সাধারণ মানুষদের পাশাপাশি ঘরবন্দি তারকারাও। অভিনেত্রীশিল্পী রাইসা রিয়া এখন ঘরে থেকে অনলাইনেই সময় কাটাচ্ছেন বলে জানান।

তিনি বলেন, ‘এখন আমার সময় কাটছে অনলাইনে। ফেসবুকে বন্ধুদের সঙ্গে আড্ডাবাজিতেও সময় কেটে যাচ্ছে। আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে সতর্ক ও সচেতন হতে হবে। কারণ একটু সচেতনতাই পারে সবাইকে ঝুঁকিমুক্ত রাখতে।’

তিনি আরও বলেন, ‘সবারই নিজেদের মতো করে বাসায় থাকা প্রয়োজন। জরুরি কোনো কারণে বাইরে যেতে হলে নিয়ম করে হাত ধোয়ার পাশাপাশি মাস্ক ব্যবহার করা উচিত।’

Ad