ইয়াশ-দীঘির ‘শেষ চিঠি’

আফজালুর ফেরদৌস রুমন : প্রথমবারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন বিনোদন জগতের দুই আলোচিত নাম ইয়াশ রোহান ও দীঘি। স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রের নাম ‘শেষ চিঠি’। নির্মাতা হিসেবে দায়িত্বে আছেন সুমন ধর।

সিনেমায় তুলি চরিত্রে অভিনয় করবেন দীঘি। আর শ্যামল চরিত্রে দেখা যাবে ইয়াশ রোহানকে। এছাড়া সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন নন্দিত অভিনেত্রী সাবেরী আলম।

নির্মাতা সুমন ধর জানিয়েছেন, ‘গল্পের মূল বিষয়বস্তু হলো, মানুষকে পেশা দিয়ে মূল্যায়ন নয়, তাকে মানুষ হিসেবেই সম্মান করা উচিত।’

নির্মাতা আরো জানান, ‘এটি প্রেম ও পারিবারিক গল্পকে উপজীব্য করে নির্মিত হবে। তাছাড়া ইয়াশ-দীঘি দুজনই অভিনয়সমৃদ্ধ পরিবারের সন্তান। তাদের দুজনের প্রতি আমার আস্থা আছে। আমার বিশ্বাস কাজটি দর্শকরা উপভোগ করবেন।’

এ প্রসঙ্গে অভিনেতা ইয়াশ রোহান জানান, ‘সময়োপযোগী গল্পের কনটেন্ট এটি। গল্প শুনেই কাজটি করার ইচ্ছা কাজ করেছে। দীঘির সঙ্গে পরিচয় না থাকলেও তার অনেক নাম শুনেছি। এবার একসাথে কাজ করতে যাচ্ছি। সবকিছু মিলিয়ে আশা করি, কাজটি ভালো হবে।’

অন্যদিকে শিশুশিল্পী হিসেবে একাধিক বারজাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী দীঘি এখন নায়িকা হিসেবেই কাজ করছেন। এই মার্চ মাসেই পরিপূর্ণ নায়িকা হিসেবে তার প্রথম সিনেমা মুক্তি পেতে যাচ্ছে।

দীঘি ‘শেষ চিঠি’ তে কাজ করা সম্পর্কে জানিয়েছেন, ‘সুন্দর কাজের জন্য আমি সব সময়ই প্রস্তুত। সেরকমই একটি প্রয়াস এই সিনেমা। পরিচালক সুমন ধরের নির্মান ভিন্নতা নিয়ে আসবে তা বলার অপেক্ষা রাখেনা। এছাড়া ইয়াশ ভাইয়ের সঙ্গে কাজটি দর্শক গ্রহণ করবে বিশ্বাস করি।’

ববি রহমানের গল্প নিয়ে আগামী ২রা মার্চ থেকে ‘শেষ চিঠি’র শুটিং শুরু হবে বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই এটি মুক্তি দেয়া হবে ওটিটি প্ল্যাটফর্মে।

Ad