সবাই নিজের বাসায় সাবধানে থাকুন : মৌ খান

করোনাভাইরাস আতঙ্কে আজ সারাদেশে। প্রাণঘাতি এই ভাইরাস নিয়ে সরকার ও প্রশাসনের পাশাপাশি দেশের শোবিজ অঙ্গনের তারকারাও নানাভাবে মানুষকে সচেতন করে যাচ্ছেন। নিচ্ছেন নানা পরামর্শ। এরই মধ্যে বন্ধ ঘোষণা করেছে দেশের নাটক ও চলচ্চিত্রের সমস্ত কার্যক্রম। এছাড়াও বন্ধ হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল অফিস আদালত।

বর্তমানে ‘ঘরবন্দি’ আছেন নবাগত নায়িকা মৌ খান। তিনি করোনা সংক্রমণ এড়াতে সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। সামাজিক দূরত্ব বজায় রেখে চলার পাশাপাশি নিয়মিত হাত ধোঁয়ার পরামর্শ দেন। এছাড়াও সবাইকে মুখে মাস্ক ব্যবহার করার জন্য অনুরোধ করেন তিনি।

এ প্রসঙ্গে নবাগত নায়িকা মৌ খান বলেন, ‘বর্তমানে আমি বাসায় আছি। সবাই নিজের বাসায় সাবধানে থাকুন। আমাদের সবাইকে যার যার জায়গা থেকে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে কিছু দিন ঘরে থাকতে হবে। আমরা যদি সতর্ক না থাকি, তা হলে এই ভাইরাস ছড়াতে বেশি সময় লাগবে না। সে জন্য আগে থেকেই সতর্ক থাকতে হবে। দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমি বাসা থেকে বের হবো না।’

এদিকে, মৌ খান অভিনীত ‘বান্ধব’ ও ‘বাহাদুরী’ নামের দুইটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। অনুপম কথাচিত্রের ব্যানারে ‘বান্ধব’ সিনেমার কাহিনি ও সংলাপ লিখেছেন ম ম রুবেল। এটির পরিচালক সুজন বড়ুয়া। এতে মৌ খানের বিপরীতে রয়েছেন সুমিত। অন্যদিকে শফিক হাসানের ‘বাহাদুরী’তে মৌয়ের বিপরীতে রয়েছেন জায়েদ খান।

উল্লেখ, ‘প্রতিশোধের আগুন’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল মৌ খানের। এই ছবিতেও মৌ খানের বিপরীতে অভিনয় করেছিলেন জায়েদ খান। ছবিটির পরিচালক মোহাম্মদ আসলাম।

Ad