ঈদে আসছে ডিপজল-মৌসুমীর ‘সৌভাগ্য’

বিনোদন প্রতিবেদক : দীর্ঘ দশ বছর পর আলোর মুখ দেখতে যাচ্ছে মনোয়ার হোসেন ডিপজল ও মৌসুমী অভিনীত ‘সৌভাগ্য’ সিনেমাটি। ২০১০ সালে গুণী নির্মাতা এফ আই মানিক পরিচালিত এই সিনেমার শুটিং শুরু হয়। অনেক আগেই শুটিং শেষ হলেও দশ বছরেও মুক্তির মুখ দেখেনি!
সম্প্রতি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ‘সৌভাগ্য’ সিনেমাটি। আসছে ঈদে দেখা যাবে এটি। তবে প্রেক্ষাগৃহে নয়, টিভি পর্দায়। বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইনে প্রচার হবে সিনেমাটি।
এ প্রসঙ্গে ডিপজল বলেন, ‘সৌভাগ্য’ সিনেমার কাজ অনেক আগেই শেষ হয়েছে। আমার অসুস্থতার কারণে মুক্তি দিতে পারিনি। ইচ্ছে ছিল হলে মুক্তি দেব, কিন্তু করোনার কারণে সেটি সম্ভব হচ্ছে না। তাছাড়া দীর্ঘ সময় ধরে সিনেমাটি আটকে আছে। তাই টেলিভিশনে চালানোর সিদ্ধান্ত নিয়েছি।’
ডিপজল আরও বলেন, ‘সিনেমার গল্পটি অনেক সুন্দর। তাছাড়া এফ আই মানিক বাংলাদেশের গুণী নির্মাতা। তিনি বহু হিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। সবাই আমার কাছে সব সময় গল্পনির্ভর ভালো চলচ্চিত্র পেয়েছেন। এই সিনেমাটিও দর্শক পছন্দ করবেন বলে আশা করি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ‘কোটি টাকার কাবিন’ ও ‘চাচ্চু’র সিক্যুয়ালের শুটিং শুরু করব।’
মনোয়ার হোসেন ডিপজলের নিজস্ব প্রযোজনা সংস্থা অমিবনি কথাচিত্রের ব্যানারে নির্মিত ‘সৌভাগ্য’ সিনেমাতে আরও অভিনয় করেছেন কাজী মারুফ, তমা মির্জা, নবাগতা তন্দ্রা, আন্না, আনোয়ারা, সুব্রত, মিজু আহমেদ, ডিজে সোহেল প্রমুখ।
উল্লেখ্য, সর্বশেষ মনতাজুর রহমান আকবর পরিচালিত ডিপজল-মৌসুমী অভিনীত ‘দুলাভাই জিন্দাবাদ’ সিনেমাটি মুক্তি পেয়েছিল।
Ad