আমাকে মায়ের চরিত্রই খুব টানে : মম শিউলী

বিনোদন প্রতিবেদক : ছোটপর্দার পাশাপাশি বড়পর্দায় নিয়মিত কাজ করছেন অভিনেত্রী মম শিউলী। সাবের হোসেন চৌধুরী পরিচালিত ‘ঘরমন সংসার’ নাটকের মাধ্যমে অভিনয়ে আসেন তিনি। এরপর প্রায় ৪০০ নাটক এবং ১৬টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। মা ও ভাবির চরিত্রে পর্দায় তাকে দেখতে পেয়েছে দর্শক।

তার উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো, ‘শিকারী’, ‘শাহেনশাহ’, ‘চালবাজ’, ‘পাগলের মতো ভালোবাসি’ ইত্যাদি। নাটক সিনেমার পাশাপাশি বিজ্ঞাপনেও মডেল হয়েছেন মম শিউলী। একটি মুঠোফোন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের মডেল হয়ে আলোচনায় আসেন মম শিউলী।

এ প্রসঙ্গে অভিনেত্রী মম শিউলী বলেন, ‘নেতিবাচক চরিত্রে কাজ করতে চাইলেও আমাকে মায়ের চরিত্রই খুব টানে। মা শব্দটির গভীরতা অনেক। একেক পরিবারে মা একেক রকম হলেও মায়ের মূল রূপটা একই। তারপরও গল্প অনুযায়ী আলাদা একটা ধরন থাকে। আমি মায়ের চরিত্র করতে খুবই পছন্দ করি। তবে আমি সব ধরনের চরিত্রে অভিনয় করতে চাই।’

তিনি আরও বলেন, ‘এখনকার নাটকে ক্যারেক্টার আর্টিস্ট দেখা যায় না। মা-বাবার চরিত্রও তেমন একটা খুঁজে পাওয়া যায় না। সবাই নায়ক-নায়িকা নিয়ে ব্যস্ত। দেশের দর্শক এখনো পারিবারিক গল্পের নাটক দেখতে চায়। নির্মাতাদের বিষয়টি ভাববার অনুরোধ করছি।’

Ad