সবাইকে খুব মিস করি  : আরিত্রা

আরিয়া আরিত্রা। বাংলাদেশের একজন শিশুশিল্পী। পড়াশোনা করছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুলে দ্বিতীয় শ্রেণীতে। নিজের প্রতিভা আর দক্ষতা দিয়ে আরিত্রা জয় করেছে হাজার দর্শকদের মন। ২০১৬ সালে অমিতাভ রেজা চৌধুরীর গ্রামীণফোনের বিজ্ঞাপন দিয়ে মিডিয়াতে অভিষেক।

প্রথম কাজের পর অল্প অল্প করে ক্যারিয়ারে উঠতে থাকে, বর্তমানে আরিত্রার সাফল্যের সূর্য মধ্য গগনে। এখন পর্যন্ত ১৫০টির অধিক নাটক, টেলিফিল্ম, ওয়েব ফিল্মে অভিনয় করেছে আরিত্রা।

উল্লেখযোগ্য, এনটিভির ধারাবাহিক নাটক ‘পরের মেয়ে’, রাইহান রাফির ওয়েব ফিল্ম ‘জানোয়ার’, মাবরুর রাশিদ বান্নার পরিচালিত একক নাটক ‘আশ্রয়’, ইমেল হকের পরিচালনায় টেলিফিল্ম ‘মায়া মমতার গল্প’ আবু হায়াত মাহমুদের পরিচালনায় ‘জাহানারার একটি ভাই ছিল’। সমসাময়িক বিষয় নিয়ে এসকে মিডিয়া বিডির সঙ্গে কথা বলেছে আরিয়া আরিত্রা। সাক্ষাৎকারটি নিয়েছেন রবিউল ইসলাম রুবেল।

কেমন আছো আরিত্রা?

আরিত্রা : ভালো আছি। কিন্তু লকডাউনের জন্য ঘরের বাইরে যেতে পারি না। শুটিং করতে পারি না, এজন্য বেশি ভালো লাগে না। ঘরে থাকতে কি ভালো লাগে বলেন?

কীভাবে সময় কাটছে তোমার?

আরিত্রা : এইতো সারাদিনে খেলাধুলা, বই পড়ি, ইউটিউব দেখি ও অনলাইন ক্লাশ করে সময় যাচ্ছে।

অভিনয় করতে কেমন লাগে?

আরিত্রা : খুবই ভালো লাগে। অনেক মজা হয় শুটিং সময়ে সবাই আমাকে অনেক আদর করে। করোনায় সবাইকে খুব মিস করি।

ঈদে কি কি মুক্তি পেয়েছে?

আরিত্রা : এবার ঈদে বেশি কাজ করিনি, করোনার জন্য। ৫-৬ টা নাটকে কাজ করেছি। এর মধ্যে ‘সুইপার ম্যান’ নাটকটি আমার খুবই ভালো লেগেছে। নাটকটি মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে। এছাড়াও সবাই নাটকটির অনেক প্রসংশাও করছেন। সবার ভালোবাসা পেয়ে আমি অনেক খুশি।

Ad