আসছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কেবিন নাম্বার ২২’

বিনোদন প্রতিবেদক : ডাক্তারদের মানবিকতা এবং ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ‍্য চলচ্চিত্র ‘কেবিন নাম্বার ২২’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক জয় চৌধুরী ও প্রিয়াঙ্কা জামান। এটির চিত্রনাট‍্য ও পরিচালনা করেছেন আউয়াল চৌধুরী। আর প্রযোজনা করেছেন আরজে সাইমুর রহমান।

এই স্বল্পদৈর্ঘ‍্য চলচ্চিত্রে জয় চৌধুরী-প্রিয়াঙ্কা ছাড়াও আরও অভিনয় করেছেন আকাশ নিবির, কাজী ইফতেখারুল আলম তারেক, নাজমুল হক রাইয়‍্যান। জানা গেছে, স্বদেশ মাল্টিমিডিয়ার ইউটিউব চ‍্যানেলে মুক্তি পাবে।

জয় চৌধুরী বলেন, ‘আমি এই প্রথম স্বল্পদৈর্ঘ‍্য চলচ্চিত্রে কাজ করলাম। গল্পটি ভাল লাগলো তাই এক কথায় রাজি হয়ে গেলাম। এটি একটি মানবিক গল্প। ডাক্তাররাও যে অনেক মানবিক, একজন রোগীর সেবা করতে গিয়ে তারাও যে রোগীর আপনজন হয়ে ওঠে, কারো মৃত‍্যুতে তাদের মধ‍্যও যে হাহাকার তৈরি হয় সেটি তুলে ধরা হয়েছে।’

প্রিয়াঙ্কা জামান বলেন, ‘গল্পটি অত‍্যান্ত চমৎকার। এই খারাপ সময়েও ডাক্তাররা যেভাবে মানুষের পাশে রয়েছে, সেবা করছে বিষয়টা আমরা সেভাবে অনুভব করি না। ডাক্তারদের আবেগ ভালোবাসার অন‍্যরকম একটি রূপ দেখা যাবে এই স্বল্পদৈর্ঘ‍্য চলচ্চিত্রে। আশা করি সবার ভাল লাগবে এবং মানুষের জন‍্য শিক্ষণীয় হয়ে থাকবে।’

এ প্রসঙ্গে প্রযোজক আরজে সাইমুর বলেন, ‘আমরা নিয়মিত কিছু ভালো কাজ করতে চাই। এটি একটি মানবিক গল্পের ছবি। এর মাধ‍্যমে ডাক্তারদের মানবিকতার বিষয়টি উঠে আসবে। আবার অনেক সন্তান মাকে অবহেলা করে ফেলে রাখে যা আমাদের সমাজে সচরাচর দেখতে পাই।’

তিনি আরও বলেন, ‘পুরো বিষয়টিই মানবিক। পরিচালক আউয়াল চৌধুরী অত‍্যান্ত যত্ন নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন। নায়ক জয় চৌধুরী ও নায়িকা প্রিয়াঙ্কা জামান প্রাণবন্ত এবং চমৎকার অভিনয় করেছে। আশা করি সবার ভাল লাগবে।’

Ad