মিস ইউনিভার্স হলেন ভারতের হারনাজ সান্ধু

আফজালুর ফেরদৌস রুমন : ১৯৯৪ সালে সুস্মিতা সেন এবং ২০০০ সালে লারা দত্ত ভূপতি এই খেতাব জেতার ২১ বছর পর আবারও মিস ইউনিভার্স খেতাব জিতলেন কোনো ভারতীয়। বিশ্বের বিভিন্ন দেশের ৮০ প্রতিযোগীকে পেছনে ফেলে ২১ বছর বয়সী ফ্যাশন মডেল ও অভিনেত্রী হারনাজ কর সান্ধুর হাত ধরে মিস ইউনিভার্স প্রতিযোগিতার মুকুট ফিরলো ভারতে।

ইসরায়েলের ইলাতের ইউনিভার্স ডোমে চন্ডীগড়ের মেয়ে হারনাজ সান্ধুকে আনুষ্ঠানিকভাবে মিস ইউনিভার্স-২০২১ ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য গত সেপ্টেম্বর মাসে মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২১ জিতেছিলেন হারনাজ।

ভারতের চণ্ডিগড়ে জন্ম নেওয়া হারনাজ মূলত ফ্যাশন মডেল হিসেবেই পরিচিত। এর বাইরে পাঞ্জাবি ভাষার দুটি চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছেন। এর আগে ‘মিস ডিভা-২০২১’, ‘ফেমিনা মিস ইন্ডিয়া পাঞ্জাব-২০১৯’ সহ কয়েকটি প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন হারনাজ সান্ধু।

Ad