অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে ‘হাওয়া’

আফজালুর ফেরদৌস রুমন 

‘হাওয়া’ আপাতত আমাদের অস্কার মঞ্চ পর্যন্ত বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে নিয়ে যাচ্ছে…. বাকিটা সময় বলে দিবে যে, আরো কতোদূর নেবে এ হাওয়া….

মেজবাউর রহমান সুমনের পরিচালিত ‘হাওয়া’ আমাদের দেশে তো বটেই বিশ্বের অনেক দেশে রিলিজের পর মোটামুটি হইচই ফেলে দিয়েছিলো। ইউএস টপচার্টে প্রথমবারের মতো বাংলাদেশী সিনেমা হিসেবেও অন্তর্ভুক্ত হয়েছে ‘হাওয়া’।

তবে সেই সাফল্যের মুকুটে নতুন পালক যোগ হলো এবার। ৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের অফিশিয়াল সিনেমা হিসেবে মেজবাউর রহমান সুমনের দর্শকনন্দিত এবং প্রশংসিত ‘হাওয়া’ আমাদের দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে।

অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৩ সালের ১২ মার্চ অনুষ্ঠিত হবে ৯৫তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে পুরস্কার। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম সেগুলোরই একটি।

‘হাওয়া’ সিনেমাটির প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড এবং নির্মাণ সংস্থা ফেইসকার্ড প্রোডাকশন। চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, নাজিফা তুষি, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান,রিজভী রিজু, মাহমুদ হাসান এবং বাবলু বোস অভিনীত এই সিনেমার জন্য রইলো শুভ কামনা।

Ad