পার্থ শেখ মিউজিক ভিডিও নির্মানে নতুন আস্থার নাম

আফজালুর ফেরদৌস রুমন

বছর দুয়েক আগে হইচই ফেলা দেয়া ‘নয়া দামান’ রিমেক গানটা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম তো বটেই সাথে সংগীতঅংগনে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন নিউইয়র্ক প্রবাসী সংগীতশিল্পী মুজা। প্রায় দেড় কোটি ভিউয়ের গানটি এখনো আমাদের দেশের হলুদ প্রোগ্রামের একটি অত্যাবশকীয় গান হিসেবে জায়গা করে নিয়েছে। এর পরেই মুজা দেশের আরেক আলোচিত এবং জনপ্রিয় গায়ক হাবিব ওয়াহিদকে নিয়ে উপহার দিলেন আরেক জনপ্রিয় গান ‘বেনী খুলে’। ফেসবুক, টিকটিক, ইউটিউব বা ইন্সটাগ্রাম সর্বত্রই এই ক্যাচি লিরিক্স এবং মিউজিকের গানটি প্রবল জনপ্রিয়তা লাভ করে। পাশাপাশি আলোচনায় আসে কিছুটা ওয়েস্টার্ন বা পাশ্চাত্য ঘরানায় গানটির প্রেজেন্টেশন।

দেশের পরিচিত মডেল এবং আগামীর সম্ভাবনাময় অভিনেতা হিসেবে পরিচিত মুখ পার্থ শেখ এই মিউজিক ভিডিওটি নির্মান করে চমকে দেন আমাদের। এবার এই নির্মাতা এবং গায়ক জুটি আবারো নতুন একটি গান নিয়ে হাজির হয়েছেন দর্শকদের সামনে। সময়ের অন্যতম আলোচিত গায়িকা জেফার এবং মুজাকে নিয়ে ‘ঝুমকা’ নামের একটি মিউজিক ভিডিও নিয়ে হাজির হয়েছেন অভিনেতা তথা সময়ের আলোচিত মিউজিক ভিডিও নির্মাতা হিসেবে পরিচিতি পাওয়া পার্থ শেখ। এই প্রজন্মের শ্রোতা এবং দর্শকদের বদলে যাওয়া আপডেটেড রুচি এবং চাহিদার কথা চিন্তা করেই আমাদের নিজস্ব সংস্কৃতির সাথে ওয়েস্টার্ন ঘরানার গানটি নির্মান করেছেন পার্থ শেখ। এই গানটাও ইতিমধ্যে আলোচনায় এই গায়কী, কম্পোজিশন এবং নির্মান গুণে। দেখা যাক গায়ক মুজা এবং নির্মাতা পার্থ তাদের ভক্তদের এবার কতোটা সন্তুষ্ট করতে সক্ষম হলেন!!!

Ad